ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফের মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন শ্রমিকেরা

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২১, ০১:০৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ০১:০৯
সংগৃহীত ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর বিদেশি কর্মী নেয়া শুরু করছে মালয়েশিয়া।

স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাম তেলের গাছ লাগানো ও রাবারের গ্লাভস তৈরির কারখানার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিদেশি কর্মীদের নেয়া হবে। মালয়েশিয়ার এ খাতগুলো মূলত বিদেশী কর্মীদের ওপর নির্ভরশীল। কভিড ১৯ মোকাবিলায় গঠিত টাস্কফোর্স এসব খাতে কর্মী নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এছাড়াও মধ্য নভেম্বর থেকে দেশটিতে বিদেশি পর্যটকদের জন্যওে উন্মুক্ত করে দেয়া হবে।

তবে কবে থেকে এবং কোন খাতে কত সংখ্যক বিদেশি শ্রমিক নেয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাংলাদেশের বেশ কয়েক লাখ মানুষ কাজ করেন। গত বছরের প্রথম দিকে করোনা মহামারি দেখা দেয়ার পর অন্যান্য দেশের মতো মালয়েশিয়া থেকেও অনেক মানুষ দেশে ফিরে আসেন। এরপর থেকে তাদের আর কাজে ফেরার সুযোগ হচ্ছিল না, এখন সেই বাধা কাটছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ