ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

করোনা: চীনে স্কুল ও ফ্লাইট বন্ধ

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২১, ১১:২৩

করোনাভাইরাসের নতুন সংক্রমণ প্রতিরোধে শতাধিক ফ্লাইট বাতিল ও স্কুল বন্ধ ঘোষণা করেছে চীন। একই সঙ্গে করোনা আক্রান্ত রোগী খুঁজে বের করতে দেশটির সরকার বৃহস্পতিবার (২১ অক্টোবর) হতে গণ পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসনকে।

সম্প্রতি চীনের একদল পর্যটকের মধ্যে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর থেকেই প্রশাসন ভাইরাস মোকাবেলায় কড়াকড়ি আরোপ করে।

করোনাভাইরাস মোকাবেলায় চীন সরকার প্রথম থেকেই কড়াকড়ি আরোপ করে আসছে। এরই অংশ হিসেবে দেশটির সরকার সীমান্ত বন্ধ এবং লকডাউন দিতে বাধ্য হয়। এতে করে তারা দেশের অনেক এলাকায় করোনা নিয়ন্ত্রণে সফল হয়। কিন্তু গত পাঁচদিন ধরে চীনের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।

ধারনা করা হচ্ছে, চীনে নতুন এই প্রাদুর্ভাবের সঙ্গে এক প্রবীণ দম্পতির সংশ্লিষ্টতা রয়েছে। তারা পর্যটকদের একটি দলের সঙ্গে সাংহাই থেকে গানসু প্রদেশের শিয়ান ও ইনার মঙ্গোলিয়ায় ভ্রমণ করেছিলেন।

জানা গেছে , এই দম্পতি যেসব এলাকা সফরে গেছেন সেখানে কয়েক ডজন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন । তাদের সফর করা এলাকাগুলোর মধ্যে পাঁচটি প্রদেশ ও অঞ্চল রয়েছে। যার মধ্যে রাজধানী বেইজিংও রয়েছে। সূত্র: গলফ নিউজ।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ