ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব জুড়ে করোনায় মৃত্যু-শনাক্তের সবশেষ তথ্য

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২১, ০৬:৫৬
সংগৃহীত ছবি

করোনার ছোবলে বিপর্যস্ত সারা বিশ্ব। প্রতিদিনই নতুন করে শনাক্তের সঙ্গে বড় হচ্ছে মৃত্যুর মিছিল।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ২৪ কোটি ৩২ লাখ ৩৭ হাজার ৩২৬। এর মধ্যে ৪৯ লাখ ৪৪ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ২২ কোটি চার লাখ ২৪ হাজার ৫৮৪ জন।

এদিকে, বিশ্বব্যাপী করোনায় ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজারের মতো স্বাস্থ্যকর্মী মারা গিয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাসের মধ্যে এসব মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিবিসির খবরে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা কর্মীদের অবশ্যই ভ্যাকসিনের জন্য অগ্রাধিকার দিতে হবে উল্লেখ করে ডব্লিউএইচও-এর প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ৬১ লাখ ৭১ হাজার ২৮২। মৃত্যু হয়েছে সাত লাখ ৫৩ হাজার ৭২৩ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪১ লাখ ৪২ হাজার ৪৪১। এর মধ্যে চার লাখ ৫৩ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা দুই কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৩৪১। এর মধ্যে ছয় লাখ চার হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭। এর মধ্যে ২৭ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ