ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঝড়ে বিদ্যুৎহীন আড়াই লাখ বাসিন্দা 

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২১, ০৩:১৬

ঘূর্ণিঝড়ে ফ্রান্সের উত্তরাঞ্চলের আড়াই লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বিদ্যুৎ পরিচালনা কেন্দ্র এনেডিস এ তথ্য জানিয়েছে।

ঝড় অরোরির কারণে রেল ট্রাফিক ব্যবস্থায়ও প্রভাব পড়েছে। স্থানীয় সময় বুধবার বিকালে ঝড়টি আঘাত হেনেছিল।

যোগাযোগমন্ত্রী জিন-ব্যাপতিস্তি ডিজিবারি এক টুইট বার্তায় জানান, ঝড়ে প্যারিসের চারপাশের ইলি ডি ফ্রান্স অঞ্চল, নরমান্ডি, ফ্রান্সের উত্তরাঞ্চল ও লরাইনের পূর্বাঞ্চলে সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ঝড়ে উপড়ে যাওয়া গাছের ছবি পোস্ট করেছেন অনেকে। হঠাৎ বন্যা দেখা দিয়েছে ব্রিটানি অঞ্চলের পশ্চিমাংশে। বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে প্রায় তিন হাজার টেকনিশিয়ান কাজ করছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ