ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সেলফি ভাইরাল, শাস্তির মুখে নারী পুলিশ সদস্যরা 

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২১, ০০:৩৩
সংগৃহীত ছবি

পুলিশি হেফাজতে নিহত এক ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ভারতের উত্তর প্রদেশ রাজ্যে আটক হন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময় তার সঙ্গে সেলফি তুলতে দেখা যায় বেশ কয়েকজন নারী পুলিশ কনস্টেবলকে। দেখতে দেখতে ভাইরাল হয়ে যায় সেই ছবি। তাই শাস্তির মুখে পড়তে চলেছেন ওই কনস্টেবলররা।

ছবিতে দেখা গেছে, কংগ্রেস নেত্রী ও নারী কনস্টেবলরা সবাই মিলে হাসিমুখে ছবি তুলছেন। যা নিয়ে শুরু হয় বিতর্ক। লখনউয়ের পুলিশ কমিশনার ডি কে ঠাকুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যে নারী কনস্টেবলরা ছবি তুলেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এই সংবাদ জানতে পেরে ক্ষুব্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন, যদি আমার সঙ্গে ছবি তোলা অপরাধ হয়, তাহলে আমাকে শাস্তি দেয়া হোক। ওই নারী কনস্টেবলদের অভিযুক্ত করা হচ্ছে কেন?

পরে টুইটা বার্তায় ভারতের উত্তর প্রদেশের যোগী সরকারকেও কটাক্ষ করতে ছাড়েননি প্রিয়ঙ্কা। তিনি লিখেন, যদি আমার সঙ্গে ছবি তোলাটা অপরাধ হয়, তাহলে আমাকে শাস্তি দেয়া হোক। সরকার এভাবে কর্মঠ ও বিশ্বাসী পুলিশকর্মীদের ক্যারিয়ার নষ্ট করতে পারে না।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ