ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পাক রাষ্ট্রদূতের মেয়েকে ধর্ষণ ও হত্যার বিচার শুরু

প্রকাশনার সময়: ২১ অক্টোবর ২০২১, ০০:৫৪

পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত শওকত মুকাদ্দামের ২৭ বছর বয়সী মেয়ে নূর মুকাদ্দামকে ধর্ষণের পর শিরশ্ছেদ করে হত্যার বিচার শুরু হয়েছে।

বুধবার ইসলামাবাদে এ বিচারপ্রক্রিয়া শুরু হয়।

এর আগে গত জুলাইয়ে ২৭ বছরের নূর মুকাদ্দামকে নৃশংসভাবে হত্যা করা হয়। যার প্রতিবাদে তখন দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।

নূর মুকাদ্দামের বাবা শওকত মুকাদ্দাম দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন।

অভিযুক্ত আসামি জহির জাফর এক শিল্পপতির ছেলে। তিনি এ হত্যার দায় অস্বীকার করেছেন।

এদিকে, বুধবার আদালতের বাইরে আইনজীবী শাহ খাওয়ার গণমাধ্যমকে বলেন, আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। প্রথম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী শুনানিতে আরও পাঁচজন সাক্ষ্য দেবেন।

পুলিশি প্রতিবেদনে বলা হয়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মুকাদ্দামের ওপর হামলা করা হয়। তিনি বেশ কয়েকবার জাফরের বাড়ি থেকে পালাতে চেষ্টা করেও পারেননি। বারবারই জাফরের বাড়ির কর্মীরা তাকে বাধা দিয়েছেন। জাফর তাকে ধর্ষণ করেন এবং লোহার মুষ্টি দিয়ে আঘাত করেন। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে শিরশ্ছেদ করেন। সে নিহতের বন্ধু বলে জানা গেছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ