ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ায় সর্বোচ্চ মৃত্যু, সংক্রমণ ঠেকাতে ছুটি ঘোষণা  

প্রকাশনার সময়: ২১ অক্টোবর ২০২১, ০০:২৮
ছবি: আল জাজিরা

রাশিয়ায় করোনার সংক্রমণে মৃত্যুর সংখ্যা ব্যাপক বাড়ার কারণে পুরো দেশে এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৩০ অক্টোবর থেকে এই ছুটি শুরু হবে।

স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের এ প্রস্তাব অনুমোদন করেন।

সরকারি কর্মকর্তাদের ভার্চ্যুয়াল এক বৈঠকে পুতিন বলেন, পরিস্থিতি বুঝে এ নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে প্রাণ গেছে অন্তত ১ হাজার ২৮ জনের; যা করোনা মহামারি শুরু হওয়ার পর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বুধবার রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে রেকর্ড প্রাণহানির এই তথ্য দিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

গত কয়েক দিন ধরে দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড হচ্ছে। দেশটির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৪ হাজার ৭৪ জন।

দেশটিতে করোনার টিকাদান কার্যক্রম স্থগিত হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংক্রমণের হার বেশ বেড়েছে। রাশিয়ার মাত্র ৩৫ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ পেয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ