ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টিতে বিপর্যয়ের মুখে উত্তরাখন্ড, মৃত্যু ৩৪

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২১, ০০:২৩
সংগৃহীত ছবি

ভারতের উত্তরাখন্ডে তিন দিন ধরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং প্লাবিত এলাকায় অনেক মানুষ আটকা পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। বাড়ি-ঘর, সেতু ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হবে।

তিনি আরও বলেছেন, এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে পাঁচজন। মৃতদের পরিবারদের ক্ষতিপূরণ হিসেবে চার লাখ রুপি করে দেয়া হবে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ১ লাখ ৯০ হাজার রুপি করে দেয়া হবে। যারা গবাদিপশু হারিয়েছেন তাদের জন্য সম্ভাব্য সকল সাহায্য বাড়ানো হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাস্তাঘাট, বাড়িঘর, সেতু পানিতে তলিয়ে গেছে। শহরাঞ্চলেও পানি ঢুকে পড়েছে। বৃষ্টির কারণে ভূমিধসে পর্যটন এলাকা নাইনিতালে যাওয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ