ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভ্যাকসিন না নিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি 

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২১, ০৩:৫৭
ফাইল ছবি

উপযুক্ত কোনো কারণ ছাড়া কেউ করোনাভাইরাসের ভ্যাকসিন না নিলে তার জীবন যন্ত্রণাময় করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে মালয়েশিয়া সরকার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন এই হুঁশিয়ারি দিয়ে বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, নিজের পছন্দ অনুযায়ী যদি টিকা না নেন তাহলে আমরা আপনার জীবন অত্যন্ত কঠিন করে ফেলব।

টিকা না নিলে যেসব জটিলতা সৃষ্টি করা হবে তার মধ্যে রয়েছে, রেস্তোরাঁ কিংবা শপিং মলে প্রবেশ করতে না দেওয়া। এছাড়া তাদেরকে নিয়মিত করোনা শনাক্ত পরীক্ষা করানো হতে পারে। ভ্যাকসিন না নিলে কী ধরনের সমস্যা সৃষ্টি করা হবে তার বিস্তারিত তালিকা কিছু দিনের মধ্যে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, আপনি যদি টিকা না নেন, তাহলে আমরা আপনাকে নিয়মিত পরীক্ষা করাতে বলবো, যার জন্য আপনাকে অর্থ গুণতে হবে। সূত্র: স্ট্রেট টাইমস

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ