ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছন্দে ফিরছে মেলবোর্ন 

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২১, ০২:৩৭
ছবি: সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম ২৬২ দিনের লকডাউন শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। মহামারি করোনা পরিস্থিতির লাগাম টানতে গত বছরের মার্চ শুরু হওয়া লকডাউন প্রত্যাহার হচ্ছে চলতি সপ্তাহে।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এক ঘোষণায় জানান, বৃহস্পতিবার লকডাউন শিথিলতা আনা হচ্ছে।

চলতি সপ্তাহে ভিক্টোরিয়া রাজ্যে করোনার প্রতিষেধক টিকা দেয়ার হার ৯০ শতাংশে পৌঁছানোর আশা করছেন সংশ্লিষ্টরা। এখন ভিক্টোরিয়ার ৬৫ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। আর ৮৯ শতাংশ বাসিন্দা প্রথম ডোজের আওতায় এসেছেন।

এ বিষয়ে প্রিমিয়ার বলেন, ভ্যাকসিন কার্যক্রমে আমার বেশ এগিয়েছি। বৃহস্পতিবার ১১টা ৫৯ থেকে কোনও লকডাউন, বিধিনিষেধ, কারফিউ থাকছে না। এটি আমাদের জন্য বিশেষ দিন।

মেলবোর্নে ৬ দফায় ২৬২ দিন কঠোর লকডাউনে বাসিন্দরা। এর আগে ২৩৪ দিন লকডাউনে ছিলো আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।

করোনার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলছে অস্ট্রেলীয় সরকার। অস্ট্রেলিয়া করোনায় এ পর্যন্ত ১৫শর বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ