ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

এমপিদের নিরাপত্তা নিয়ে বিতর্ক, যা বললেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২১, ০২:০১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২১, ০২:০৪
স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল

রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় যুক্তরাজ্যের সংসদ সদস্যদের পুলিশি নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

স্থানীয় সময় রোববার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রীতি প্যাটেল এ কথা বলেন।

এর আগে গত শুক্রবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য স্যার ডেভিড অ্যামেসকে ছুরিকাঘাত করে হত্যার পর এই পদক্ষেপ নেয়ার কথা জানালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার বিকেলে এসেক্সের লেহ-অন-সি শহরের একটি গির্জায় একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয় এমপি ডেভিড অ্যামেসকে। তার মৃত্যুর ঘটনায় এমপিদের নিরাপত্তা নিয়ে বিতর্ক ওঠে, একই সঙ্গে তাঁদের সুরক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

প্রীতি প্যাটেল আরও বলেন, স্যার ডেভিড অ্যামেস হত্যার ঘটনায় এমপি ও তার নির্বাচনী এলাকার মধ্যকার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না।

কিন্তু তিনি এ-ও বলেন, নিরাপত্তার ঘাটতি দূর করা প্রয়োজন। এ জন্য তাদের সঙ্গে কেউ দেখা করতে চাইলে অগ্রিম লিখে রাখা, যাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাদের প্রত্যেকের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা, সম্ভব হলে কোনো জায়গা পরিদর্শন করতে গেলে আগে থেকেই ওই স্থান সম্পর্কে খোঁজখবর নেয়া।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ