ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফের রক্তাক্ত কাশ্মীর, প্রাণহানি বেড়ে ১১

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২১, ০০:০৯
সংগৃহীত ছবি

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে আরও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

রোববার কাশ্মিরের কুলগাঁও জেলায় গুলিতে নিহত ওই দুই বেসামরিক বিহারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে চলতি মাসে ভারত শাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে অন্তত ১১ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, রোববার কাশ্মিরের কুলগাঁও জেলার ভ্যানপোহ এলাকায় দিনমজুরদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে দু’জন নিহত ও আরও একজন আহত হয়েছেন।

একদিন আগে এই উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে বিহারের একজন পানিপুরি বিক্রেতা এবং উত্তরপ্রদেশের এক রং মিস্ত্রি নিহত হন। পুলিশ বলছে, শ্রীনগরের রাস্তায় পানিপুরি বিক্রেতা অরবিন্দ কুমার শাহকে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়। পুলওয়ামায় গুলিতে রং মিস্ত্রি সগীর আহমদ নিহত হন।

স্থানীয় একজন কর্মকর্তা বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে বিচ্ছিন্নতাবাদীদের চালানো হামলায় এখন পর্যন্ত যে ১১ জন নিহত হয়েছেন; তাদের মধ্যে পাঁচজন অন্য রাজ্যের বাসিন্দা। এটি ইঙ্গিত দিচ্ছে, বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মির থেকে অন্য রাজ্যের বাসিন্দাদের তাড়িয়ে দিতে চায়।

এর আগে, গত শনিবার ভারতীয় সামরিক বাহিনী জানায়, জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় ৪৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ