ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মদ পান নিয়ে নারী মন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় 

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২১, ০৩:৩৭

ভারতের ছত্তিশগড়ের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অনিলা ভেদিয়া গ্রামের নারীদের উদ্দেশে বলেছেন, পুরুষদের মাঝেমধ্যে এক পেগ (মদ) নিয়ে ঘুমাতে যেতে দিন ।

মন্ত্রীর এই মন্তব্যে এখন ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সরগরম।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ছত্তিশগড়ে আবগারি থেকে আয় কমেছে। সেই আয় যাতে বাড়ে তাই মন্ত্রী এই মন্তব্য করেছেন বলে অনেকে মনে করছেন। তবে অন্য একটি অংশ বলছেন, এই গ্রামের নারীদের অনেকেই অভিযোগ করেছেন, স্বামী মদ খান। তাই নিয়ে সংসারে অশান্তি। তারা যাতে স্বামীর এই অভ্যাস মেনে নেন তাই এই পরামর্শ দিয়েছেন নারীও শিশুকল্যাণ মন্ত্রী।

অবশ্য বিতর্কের মুখে সুর বদল করে মন্ত্রী বলেছেন, ‌আমার বক্তব্যের ভুল অর্থ করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মদ্যপানে আসক্ত পুরুষদের উদ্দেশ্যে বোঝাচ্ছিলাম, যাতে অল্প মদ্যপান করেন। বাড়ি এবং সন্তানদের জন্য মেয়েদের অনেক মানসিক চাপ নিতে হয়। আমি বলতে চাইছিলাম, মদের প্রতি আসক্তি খারাপ জিনিস। এই অভ্যাস ত্যাগ করা উচিত।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ