ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্র সীমান্ত খুলছে, প্রবেশের সুযোগ পাচ্ছেন যারা 

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২১, ০২:২০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১, ০২:২২
ছবি: সংগৃহীত

আগামী ৮ নভেম্বর থেকে আট দেশের যাত্রীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে শুধু সেসব যাত্রীই প্রবেশের অনুমতি পাবেন, যারা পূর্ণ ডোজ টিকার কোর্স সম্পন্ন করেছেন।

শুক্রবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র কেভিন মুনোজ। টুইটবার্তায় তিনি বলেন, জনস্বাস্থ্যের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আট দেশের নাম এখনও প্রকাশ করেনি বাইডেন প্রশাসন, তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য দেশগুলো হলো- চীন, কানাডা, মেক্সিকো, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের দুই দেশ।

বিশ্বে করোনার প্রকোপ শুরু হওয়ার পর ২০২০ সালের জানুয়ারিতে চীনসহ বেশকিছু দেশের যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, জরুরি প্রয়োজন ব্যতীত এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে এ বিষয়ে পরবর্তীতে আর কোনো দিক নির্দেশনা দেননি তিনি।

ট্রাম্পের বিদায়ের পর প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ও বহাল থাকে এ নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো নিষেধাজ্ঞা তুলতে ব্যাপকমাত্রায় তদবির করে আসছিল।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ