ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবানের পুলিশ কর্মকর্তাকে হত্যা 

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ০৫:৫৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১, ০৬:১১
সংগৃহীত ছবি

আফগানিস্তানের কুনার প্রদেশে বোমা হামলায় তালেবানের জেলা পুলিশ প্রধানের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার শিগাল জেলা পুলিশ প্রধানকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। এত পুলিশ প্রধান নিহত হয়েছেন। এ ছাড়া ১১ জন আহত হয়েছেন।

কুনার সেন্ট্রাল হাসপাতালের এক চিকিৎসক বলেন, আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জন তালেবান সদস্য ও ৭ জন বেসামরিক মানুষ।

তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এর আগে এ ধরনের হামলার দায় স্বীকার করেছিল আফগানিস্তানের পূর্বাঞ্চলে সক্রিয় থাকা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) গ্রুপ। ২০১৪ সাল থেকে আইস-কের বিরুদ্ধে লড়াই করছে তালেবান। গত সপ্তাহে কুন্দুজ প্রদেশে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছিল আইএস-কে। ওই হামলায় কমপক্ষে ১০০ জনের প্রাণহানি ঘটে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ