ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, জাপানে নির্বাচনের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ০৫:৪২
সংগৃহীত ছবি

জাপানের চলিত সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

আগামী ৩১ অক্টোবর ভোটগ্রহণ করা হবে। চার বছরের জন্য নির্বাচিত নিম্নকক্ষের বর্তমান মেয়াদ অক্টোবরের ২১ তারিখে উত্তীর্ণ হয়ে যাবে। সংসদ ভেঙে দেয়া এবং নতুন নির্বাচনের তারিখের মধ্যে ব্যবধান মাত্র ১৭ দিন।

জাপানের সংবিধানে বলা আছে, নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৪০ দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ সরকারকে নির্ধারণ করে নিতে হবে। গত ৪ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। এর ১০ দিনের মাথায় নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন তিনি। কারণ, ৪ বছরের জন্য নির্বাচিত নিম্নকক্ষের বর্তমান মেয়াদ ২১ অক্টোবর উত্তীর্ণ হয়ে যাবে। এমন অবস্থায় নতুন নির্বাচনের আয়োজন করাটা নতুন প্রধানমন্ত্রীর জন্য সাংবিধানিকভাবে অগ্রাধিকারের বিষয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের গণতান্ত্রিক ইতিহাসে এবারই প্রথম নিম্নকক্ষের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সব কটি নির্বাচন অনুষ্ঠিত হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে। জাপানের নিম্নকক্ষে মোট আসনসংখ্যা ৪৬৫টি। সরকার গঠনের জন্য ২৩৩টি আসন দরকার।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ