ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

লেবাননে হামলার ঘটনায় গ্রেফতার ৯ 

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ০৩:০৬
সংগৃহীত ছবি

লেবাননের রাজধানী বৈরুতে বন্দুক হামলায় কমপক্ষে ছয়জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। লেবাননকে সহিংসতায় টেনে নেয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি।

এক টুইট বার্তায় নাজিব মিকাতি বলেছেন, বৈরুতে নিহতদের স্মরণে শুক্রবার লেবাননে শোক দিবস পালন করা হবে।

টুইটারে দেশটির সেনাবাহিনী বলেছে, এই এলাকায় যেন পুনরায় সহিংসতা না ঘটে সেটি নিশ্চিত করতে এলাকাটিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বৈরুতে বৃহস্পতিবার হিজবুল্লাহ এক বিক্ষোভের ডাক দিয়েছিল। দাবি ছিল, গত বছর হওয়া বোমা হামলার দায়িত্বপ্রাপ্ত বিচারককে অপসারণ করা। এই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় বন্দুক হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই শিয়া মতাবলম্বী।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ