ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কারাবন্দি সু চির দেখা পাচ্ছেন না আসিয়ান দূত

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ০২:১৫

মিয়ানমারের সামরিক শাসক ও তাদের বিরোধীদের মধ্যে সংলাপ শুরুর জন্য ব্রুনাইয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরিবান ইউসুফকে বিশেষ দূত নিয়োগ করেছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান। মিয়ানমারে প্রবেশে এই বিশেষ দূতের কোনো বাধা নেই জানালেও অং সান সুচির সঙ্গে সাক্ষাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সামরিক শাসক।

জান্তা সরকারের জাও মিন তুন মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের দূত দেশটি সফরে যেতে পারবে। তবে তিনি কারাবন্দি সাবেক নেতা অং সান সু চির সঙ্গে দেখা করতে পারবেন না। অপরাধে অভিযুক্ত হওয়ায় সু চির সঙ্গে দেখা করতে পারবেন না আসিয়ান দূত।

ইউসুফ জানিয়েছিলেন, কোনো দলের পক্ষপাতিত্ব নয়, তাঁর মিয়ানমার সফরের উদ্দেশই হচ্ছে নিরপেক্ষ অবস্থান থেকে আলোচনার মাধ্যমে দেশটির শান্তি প্রক্রিয়ায় জান্তা ও তাঁর বিরোধীদের এক সুতোয় বাঁধা।

এদিকে, মিয়ানমারকে আসিয়ান সম্মেলনে না রাখা নিয়ে শুক্রবার বৈঠকে বসবেন আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংকে আসন্ন আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলন থেকে বাদ দেয়া নিয়ে আলোচনা করা হবে।

আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ নিয়ে শুক্রবার ভার্চ্যুয়াল বৈঠক করবেন। এতে সভাপতিত্ব করবে আসিয়ানের চেয়ারম্যান পদে থাকা ব্রুনেই।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ