ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসা 

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ০১:০৭

বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী তুরস্কের রুমেইসা গেলগি। উইভার সিনড্রোম নামে এক বিরল রোগের কারণে রুমেইসা গেলগির উচ্চতা সাত ফুট সাত ইঞ্চি। যার ফলে রুমেইসা বেশির ভাগ সময়ে হুইলচেয়ার ব্যবহার করে চলাচল করেন। এর আগে ২০১৪ সালে সবচেয়ে লম্বা কিশোরী নারী হিসেবে রেকর্ডভুক্ত ছিলেন রুমেইসা।

রুমেইসা বলেন, প্রতিটি অসুবিধা আপনার জন্য সুবিধারও কারণ হতে পারে। তাই আপনি যেমন তেমনভাবেই নিজেকে গ্রহণ করুন। নিজের ওপর আস্থা রাখুন এবং যথাসাধ্য চেষ্টা করুন।

বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত পুরুষ সুলতান কোসেন। তার উচ্চতা ২৫১ সেন্টিমিটার বা ৮ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি। কাকতালীয়ভাবে তিনিও তুরস্কের বাসিন্দা।

এ বিষয়ে গিনেজ কর্তৃপক্ষের মত, এটি একটি বিরল ঘটনা।

এর আগে এমন হয়েছিল ২০০৯ সালে। চীনের বাও জিশুন ২৩৬ সেন্টিমিটার বা ৭ ফুট ৮ দশমিক ৯৫ ইঞ্চি উচ্চতা নিয়ে এবং ইয়াও ডিফেন ২৩৩ দশমিক ৩ সেন্টিমিটার বা ৭ ফুট ৭ দশমিক ৮৫ ইঞ্চি উচ্চতা নিয়ে রেকর্ড ধারণ করেছিলেন।

ইয়াও ডিফেনকে পেছনে ফেলে সবচেয়ে লম্বা জীবিত নারীর রেকর্ডের মালিক এখন রুমেইসা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ