ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সামরিক বাহিনীর দরজা খুলল কুয়েতের নারীদের জন্য 

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২১, ০১:৩২
সংগৃহীত ছবি

প্রথমবারের মতো কুয়েতের সামরিক বাহিনীতে যুক্ত হচ্ছে নারী সদস্যরা। তাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতি নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণের বিষয়ে দেশটিতে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়া হয়েছে।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলি আল-সাবাহ জানিয়েছেন, এখন থেকে কুয়েতি নারীরা কুয়েত সেনাবাহিনীতে যোগ দিতে নিবন্ধন করতে পারবেন। বর্তমানে যে সকল কুয়েতি নারী সেনাবাহিনীতে অংশ নিবেন তারা সামরিক বাহিনীর মেডিকেল ও অন্যান্য সামরিক সহায়তা বিভাগের প্রথমিক স্তরে কাজ করবেন।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে গত দেড় দশকে নারী অধিকার পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ