ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্র-তালেবান বৈঠক, গুরুত্ব পেয়েছে যে সব বিষয়

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২১, ০২:১৬
সংগৃহীত ছবি

দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসানের পর গত আগস্টে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র এই প্রথম তালেবানের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছে। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু তালেবানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক আলোচনায় বসেন মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

মূলত চরমপন্থি দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা, মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমের মতো বিষয়গুলো নিয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিবিসি জানায়, বৈঠকের পর তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দু'পক্ষই ফেব্রুয়ারি ২০২০’ এর দোহা চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছে।

ওই চুক্তিতে তালেবান প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, তারা জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার মতো দলগুলোকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ণ করার মত কোন তৎপরতা চালাতে দেবে না।

মুত্তাকি বলেন, মার্কিন কর্মকর্তারা তালেবানকে কোভিড টিকা এবং মানবিক সহায়তা পৌঁছতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। কিন্তু কোনও দেশেরই আরেক দেশের অভ্যন্তরীন নীতিতে নাক গলানো উচিত না বলেও তিনি হুঁশিয়ার করে দেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য নয়, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এটি অনুষ্ঠিত হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ