ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

উত্তেজনা বাড়ছেই, তাইওয়ানের প্রেসিডেন্টের ভাষণ প্রত্যাখ্যান চীনের

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২১, ০০:৪৫

চীনের চাপের কাছে নতিস্বীকার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। সেই সাথে গণতান্ত্রিক জীবনধারা রক্ষার জন্য দ্বীপের প্রতিরক্ষা জোরদার করা হবে। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই তার কাছ থেকে এ মন্তব্য এলো।

এর আগে তাইওয়ানকে শান্তিপূর্ণভাবেই ফের চীনের সঙ্গে একত্রিত করার ঘোষণা দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার একদিন পরই তাইওয়ানের প্রেসিডেন্ট এই শক্তিশালী পাল্টা উত্তর দিলেন।

এদিকে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই -ইং-ওয়েনের ভাষণ প্রত্যাখ্যান করেছে চীনের সরকার।

রোববার বেইজিং বলেছেন, এই ভাষণে সংঘর্ষের উসকানি ও তথ্যের বিকৃতি ঘটেছে। খবর রয়টার্সের

চীনের তাওয়ান বিষয়ক কার্যালয় জানায়, স্বাধীনতা চেয়ে তাইওয়ান আলোচনার দরজা বন্ধ করে দিচ্ছে।

উল্লেখ্য, তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র মনে করে। অন্যদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। তাই তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে চায় বেইজিং। এ কারণে বিভিন্ন সময়ই উত্তেজনার সৃষ্টি হয় সেখানে।

চলতি মাসের শুরুর দিকে বেশ কয়েক দিন চীন তাইওয়ানের আকাশ সীমায় যুদ্ধবিমান পাঠিয়ে তাইওয়ানের স্নায়ুর চাপ বাড়াচ্ছিল। রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের বিমান-প্রতিরক্ষা এলাকার মধ্যে ঢুকে পড়ছিল।

শুধু অক্টোবরের প্রথম সপ্তাহেই বেইজিং দ্বীপটির কাছাকাছি ১৪৯টি যুদ্ধ বিমান পাঠায়, এবং আন্তর্জাতিক উদ্বেগ ছড়িয়ে দেয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ