ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কৃষকসহ ৮ জনকে হত্যা, মন্ত্রীপুত্র গ্রেফতার

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২১, ০৫:২৬
সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে কৃষক বিক্ষোভে গাড়ি চালিয়ে কৃষকসহ ৮ জনকে হত্যার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার ৫ দিন পর শনিবার রাত ১১টায় টায় তাকে গ্রেফতার দেখানো হয়। লখিমপুর খেরিতে ১২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হলো।

গত রোববার কৃষক অবরোধ চলাকালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও তার ছেলে আশিস মিশ্রের গাড়িবহর চার কৃষককে পিষে মারে। পরে সংঘর্ষে এক সাংবাদিকসহ মোট আটজনের মৃত্যু হয়। কৃষকদের অভিযোগ, প্রতিমন্ত্রীর ছেলে আশিস নিজে গাড়ি চালিয়ে হত্যা করেন আন্দোলনকারীদের। সামাজিক গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে তাকে দেখাও যায়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আশিস মিশ্রের উপস্থিতির জন্য তিন ঘণ্টা অপেক্ষা করেন। পরে তাকে পেছনের দরজা দিয়ে আনার পর গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরেই তাকে গ্রেফতার দেখানো হয়।

ভারতের উত্তর প্রদেশের লখিমপুরে গাড়িচাপা কাণ্ডে আটজন মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। ঘটনার পরও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় সুপ্রিম কোর্ট বলেছেন, সরকারের ভূমিকা মোটেই যথেষ্ট নয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ