ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, হতাহত শতাধিক

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২১, ১৮:৩৭ | আপডেট: ০৮ অক্টোবর ২০২১, ২০:২৭

আফগানিস্তানে তালেবানরা সরকার গঠনের পরই সে দেশটিতে একের পর এক সহিংসতা ঘটে যাচ্ছে। শুক্রবার দেশটির কুন্দুজে একটি মসজিদে নামাজ চলাকালে বোমা হামলার শতাধিক মানুষ হতাহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আজ বিকেলে, আমাদের শিয়া স্বদেশীদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। যার ফলে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছে।

তিনি নিহতের সংখ্যা উল্লেখ না করলেও একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এএফপি নিউজ জানিয়েছে, অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত কয়েক ডজন। অন্যদিকে বিবিসি বলছে, নিহতের সংখ্যা ৫০।

এদিকে তালেবানেরই আরেক কর্মকর্তা নামপ্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে জানান, অন্তত ২৮ জন মানুষ নিহত হয়েছেন। আরেকটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৯০।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ