মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

গভীর সাগরে দাউদাউ করে জ্বলছে আগুন (ভিডিও)

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ০৩ জুলাই ২০২১, ১৬:৫৯ | আপডেট: ০৩ জুলাই ২০২১, ১৭:০০

মেক্সিকো উপসাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিষ্ময়কর হলেও সত্যি! আগ্নেয়গিরির লাভার মতো আগুন সাগরের তলদেশ থেকে পানির ওপরে ভেসে উঠছে। টানা পাঁচ ঘণ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসটুডে’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার মেক্সিকো উপসাগরের বুকে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, পানির নিচ থেকে আগুন ওপরে ভেসে উঠছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্স বলেছে, সাগরের নিচে গ্যাস লাইন ছিদ্র হয়ে আগুন লেগে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পাঁচ ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। পাম্পযুক্ত নৌকার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে নাইট্রোজেনও ব্যবহার করা হয়। মেক্সিকোর সাংবাদিক দেভ অ্যান্থোনি ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে টুইটারে পোস্ট করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ