ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬

ইমরান খানের ১৪ ও বুশরা বিবির সাত বছরের জেল

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৫

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল পিটিআই-এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ইমরানের স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদাণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

রাষ্ট্রদ্রোহ, তোষাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় ওই জেলেই বন্দি আছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাদণ্ডের পাশাপাশি ইমরানকে ১০ লাখ আর বুশরাকে ৫ লাখ রুপি জরিমানা করেছে আদালত। এই জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরানকে আরও ছয়মাস আর বুশরাকে তিনমাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২৩ সালে ইমরানসহ সাতজনের বিরুদ্ধে এই মামলা করেছিলো জাতীয় জবাবদিহি ব্যুরো-এনএবি। ২০২৪ সালের নির্বাচনের পর ২৭ ফেব্রুয়ারি ইমরান ও বুশরাকে এই আল কাদির ট্রাস্ট মামলায় অভিযুক্ত করা হয়। বলা হয়েছে, আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নাম করে প্রায় ২০ হাজার কোটি রুপি দুর্নীতির সাথে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ