দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল পিটিআই-এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ইমরানের স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদাণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
রাষ্ট্রদ্রোহ, তোষাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় ওই জেলেই বন্দি আছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাদণ্ডের পাশাপাশি ইমরানকে ১০ লাখ আর বুশরাকে ৫ লাখ রুপি জরিমানা করেছে আদালত। এই জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরানকে আরও ছয়মাস আর বুশরাকে তিনমাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ