ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল চীন-নেপাল সীমান্ত

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:১৭

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। অন্যদিকে নেপালি সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্টেও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করা হয়েছে। অবশ্য কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়। ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি আফটার শক আঘাত হানে।

ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে এখানো কোনো তথ্য পাওয়া যায়নি। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসে মানুষ। ভারত, ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছিল ৯ হাজার মানুষের। বিধ্বস্ত হয়েছিল প্রায় ১০ লাখ স্থাপনা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ