ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খাবারের মেন্যু নিয়ে বিজেপিতে দ্বন্দ্ব 

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২১, ০২:১০

আসন্ন দুর্গোৎসবের আয়োজন হবে কিনা তা নিয়ে এক দফা মতবিরোধ হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিজেপিতে। পূজায় কী খাওয়া-দাওয়া থাকবে তা নিয়েও ঝামেলা বাঁধলো কেন্দ্রে ক্ষমতাসীন দলটিতে। পূজার কয়েকদিন মেন্যুতে আমিষ না নিরামিষ থাকবে তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজ্য বিজেপির নেতাকর্মীরা। আরেক পক্ষের আবার দাবি, থাকলে দুই ধরনেরই থাক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দলীয়ভাবে পূজা আয়োজনের বিরোধিতা করে মুখ খুলেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি, পূজা আয়োজন করা দলের কাজ নয়। এ বিষয়ে যে খুব একটা উৎসাহী নন, সেটিও পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন এ নেতা।

কিন্তু রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের সম্মতি পেয়ে ঠিকই পূজার আয়োজনে ঝাঁপিয়ে পড়েন সমর্থকরা। গত বছরের মতো এবারও বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে হচ্ছে দুর্গাপূজার আয়োজন। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন। আর এই শেষের অংশটা নিয়েই ফের বিবাদ শুরু হয়েছে দলটির অভ্যন্তরে।

রাজ্য বিজেপি নেতাদের একাংশ পূজায় খিচুড়ি-বেগুনভাজার পক্ষে। তাদের যুক্তি, বিজেপির আয়োজনগুলোতে এমনিতেই নিরামিষ খাবারের ব্যবস্থা থাকে। তার ওপর নির্বাচনের পর দলের আর্থিক অবস্থা ভালো নয়। এ কারণে বাহুল্য খরচ আপাতত বাদ থাক।

অন্য পক্ষের দাবি, বাঙালি ভোজে আমিষ না থাকলে কি চলে! তাদের মাছ-মাংস চাই-ই চাই। অবশ্য এতে যে খরচ বাড়বে, তা স্বীকার করে নিয়েছেন তারা।

আবার বিজেপির ভেতরেই তৃতীয় আরেকটি পক্ষ বলছে, আয়োজনে দু’ধরনের খাবারই থাক। অনেকে পূজার দিনগুলোতে আমিষ খান না। তাদের জন্য নিরামিষের ব্যবস্থা হোক, বাকিদের জন্য আমিষ।

ফলে পূজায় কী ধরনের খাবার পরিবেশন করা হবে, তা নিয়ে আপাতত তিন ভাগে বিভক্ত কেন্দ্রে ক্ষমতাসীন দলটি।

এদিকে, দুর্গাপূজার জনসমাগম যেন করোনা বিস্তারের কারণ না হয়, সে জন্য পশ্চিমবঙ্গ সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এ উপলক্ষে সচিবালয় নবান্ন মঙ্গলবার ১১ দফা নির্দেশনা দিয়েছে। পূজার অনুমতি দেয়া হলেও জারি হয়েছে বেশ কিছু বিধিনিষেধ।

গত বছরের মতো এবারও বিসর্জনের দিনে প্রতিমা নিয়ে কলকাতা শহরে ঐতিহ্যবাহী শোভাযাত্রা বাতিল করা হয়েছে। পূজামণ্ডপ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা যাবে না।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ