ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

সবার আগে নতুন বছরকে বরণ করল যে দেশ

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮

নতুন বছরকে উদযাপন করা বিশ্বব্যাপী একটি উৎসব। যা সময়ের পরিবর্তন এবং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে বিভিন্ন সময়ে উদযাপিত হয়। জানেন কি, সবার আগে কোন দেশ নতুন বছরকে বরণ করে? বিশ্বের প্রথম দেশ যারা নতুন বছরকে উদযাপন করে, তা হলো কিরিবাতি এবং এর অন্তর্গত কিরিমাটি। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং ইন্টারন্যাশনাল ডেট লাইনের একদম পূর্ব দিকে অবস্থান করছে।

এই সময়ের পার্থক্যের পেছনে মূল ভূমিকা পালন করে ইন্টারন্যাশনাল ডেট লাইন। এই লাইনটি নির্ধারণ করে কোন দেশ বা অঞ্চল প্রথম এবং কোন দেশ সবার শেষে নতুন বছরকে বরণ করবে। কিরিবাতি হচ্ছে সেই দেশ যারা সবার প্রথমে নতুন বছরকে বরণ করেন। কিরিবাতি সরকার ১৯৯৫ সালে তাদের সময় অঞ্চল পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ডেট লাইনের পূর্বে নিয়ে যায়, ফলে তারা নতুন বছর উদযাপনকারী প্রথম দেশ হিসেবে পরিচিতি পায়। এর আগে তারা ডেট লাইনের পশ্চিম দিকে ছিল এবং সময় হিসেবে বেশ পিছিয়ে ছিল।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে ইএসএ আর্থ অবজারভেশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানিয়েছে, সবার আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এটি একটি দ্বীপরাষ্ট্র এবং এটি ছাড়াও আরও ১০ দ্বীপ এলাকায় একই সময়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে।

বর্ষবরণে বর্ণিল আয়োজন রাখা হয়েছে মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকার সব দেশেই। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে প্রস্তুত বিশ্ব। ২০২৫ সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর। বাংলাদেশেও তরুণরা নতুন বছরকে বরণে নানা আয়োজন করে থাকে। আতশবাজি, ভ্রমণ, কনসার্ট, পিকনিকসহ নানা আয়োজন করে থাকে তারা।

জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নববর্ষ-২০২৫ উদযাপনে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার। সেখানে প্রায় ১০ লাখ মানুষের সমাগমের আশা করছে কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আছে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ।

তবে, বিশ্বের সবচেয়ে বড় নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্রসৈকত কর্তৃপক্ষ। প্রায় ২৫ লাখ মানুষ কোপাকাবানায় জড়ো হবেন বলে আশা কর্তৃপক্ষের।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ