ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

যে কারণে গ্রেফতার প্রিয়াঙ্কা 

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২১, ০১:৫০
সংগৃহীত ছবি

৩৫ ঘণ্টা আটক করে রাখার পরে গ্রেফতার দেখানো হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে।

মঙ্গলবার গ্রেফতারের কারণ হিসেবে ১৪৪ ধারা ভঙ্গের পাশাপাশি আরও একাধিক অভিযোগ দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শান্তিভঙ্গের অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রিয়াঙ্কাকে গ্রেফতারের বিষয়টিকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনজীবী পি চিদাম্বরম।

প্রসঙ্গত, গত রোববার ভারতের লক্ষ্মীপুর খেরিতে বিক্ষোভকারী কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়। এতে চার কৃষকসহ আটজন নিহত হন। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতেই সেখানে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। পথেই তাকে আটক করে উত্তর প্রদেশ পুলিশ।

এদিকে, গাড়ি চাপা দিয়ে আন্দোলনরত কৃষকদের হত্যার জেরে আন্দোলন চলছে দেশজুড়ে। দিল্লি-হরিয়ানা সড়ক অবরুদ্ধ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল, পাঞ্জাব কংগ্রেস সভাপতি নবজ্যোত সিং সিধু, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবসহ বিরোধী নেতাদের কাউকেই লক্ষ্মীপুর যেতে দেয়া হচ্ছে না।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ