বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেফতারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) শহরটির কালিন্দি কুঞ্জ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
যাচাইয়ের মধ্য দিয়ে শুরু হয় এ অভিযান। যা চলে উত্তম নগর, শাহীনবাগ ও জামিয়া নগরের কিছু এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির আটকের খবর পাওয়া যায়নি। নয়াদিল্লির হুঁশিয়ারি, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না, তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের অবস্থানে হানা দিয়ে নথিপত্র যাচাই-বাছাই করা হয়। অভিযান চালানো হচ্ছে দিল্লির বস্তি এলাকা, ফুটপাথ আর অনুমোদনহীন কলোনিগুলোতে। সন্দেহভাজনদের কাছে আসাম রাজ্যের নথিপত্র থাকলেও ধরা হচ্ছে। পুলিশি জিজ্ঞাসাবাদ আর যাচাই-বাছাইয়ে অবৈধ প্রমাণ হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এদিকে, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আসামে অবৈধ অনুপ্রবেশ নিয়ে জরুরি বৈঠক করেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, গত কয়েক মাসে শত শত বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী-বিএসএফ আর আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। অনুপ্রবেশকারী তাড়ানোর কৌশল হিসেবে আধার কার্ড দেয়ার ক্ষেত্রে বিতর্কিত নাগরিকপঞ্জি বা এনআরসি নিবন্ধন থাকার শর্ত ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন, আসামের সুরক্ষায় ইসরাইলের মতো নীতি গ্রহণ করতে হবে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ