ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সিরিয়াকে আসাদ মুক্ত ঘোষণা করল বিদ্রোহীরা

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দেশটিকে আসাদমুক্ত ঘোষণা করেছে। রাজধানীসহ বিভিন্ন সরকারি স্থাপনা নিজেদের দখলে নিয়েছে তারা। বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার জানান, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান আপাতত প্রধানমন্ত্রীর অধীনে চলবে।

গতরাতেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ যৌথ বিবৃতি দেয় এবং রাজনৈতিক সমাধানের জন্য আহ্বান জানায়। এদিকে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন, যেন তারা কোনো সরকারি প্রতিষ্ঠান বা সেবামূলক স্থাপনায় আক্রমণ না করে, লুটপাট না চালান।

এ বিজয় বার্তার মধ্যেই সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন, তিনি তার বাড়ি ছাড়ার পরিকল্পনা করছেন না। কারণ তিনি নিশ্চিত করতে চান, সরকারি প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে কাজ চালিয়ে যায়।

আল-জালালি বলেন, আমি সবাইকে যুক্তিসঙ্গত চিন্তা করতে এবং দেশের কথা ভাবতে অনুরোধ জানাই। আমরা বিরোধীদের প্রতি আমাদের হাত প্রসারিত করছি, তারাও তাদের হাত বাড়িয়েছে এবং নিশ্চিত করেছে যে তারা এ দেশের কোনো নাগরিকের ক্ষতি করবে না।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ