বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রত্যেক নাগরিকের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ আদালত।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ক্ষতিপূরণ চেয়ে আইনজীবীদের একটি আবেদনের পর সুপ্রিম কোর্ট তা অনুমোদনের আদেশ দেয়।
সরকারি হিসাব অনুযায়ী ভারতে ৪ লাখ ৪৭ হাজারেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন। বিশেষজ্ঞদের মতে, এই মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ১০ গুণ বেশি।
সোমবার বিচারপতি এম আর শাহ বলেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের এই ক্ষতিপূরণ দেয়া হবে। একটি পরিবার আবেদন জমা দেয়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
এর আগে জুন মাসে করোনা সংক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করা নিয়ে কঠোর অবস্থান নেন ভারতের সুপ্রিম কোর্ট। জনস্বার্থ মামলায় সর্বোচ্চ আদালত জানিয়েছিলেন, এতো মানুষের মৃত্যুতে ভারত সরকার দায় এড়াতে পারে না।
সে সময় হলফনামা চাওয়া হয় কেন্দ্রের কাছে। পরে নিজেদের হলফনামা মেনেই অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিতে মোট ৭২৭৪ কোটি ৪০ লাখ রুপি বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে ৫ রাজ্যকে দেয়া হয় ১৫৯৯ কোটি ২ লাখ রুপি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ