ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

এবার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮

এবার প্রকাশ্যে রেস্টুরেন্ট, হোটেল এবং জনসম্মুখে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধের ঘোষণা দিলেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

বুধবার (৪ ডিসেম্বর) রাজ্যব্যাপী এ নিষেধাজ্ঞা আরোপ করেন উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার ওপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়।

এরআগে, চলতি বছরের মার্চে আসামে মাদ্রাসা বন্ধের বিতর্কিত নির্দেশনা জারি করা হলেও গত পাচ নভেম্বর সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করে।

বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা পায় ২৫ হাজার মাদ্রাসা। মুসলিম বিদ্বেষের এ ধারাবাহিকতায় গরুর মাংস খাওয়ায় বিধিনিষেধ আরোপের বিষয়ে বুধবার (৪ ডিসেম্বর) জরুরি বৈঠক করে রাজ্য সরকারের মন্ত্রিসভা।

ওই বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এখন থেকে রাজ্যের কোনো হোটেল, রেস্তোরাঁ, কোনো অনুষ্ঠান আর জনবহুল স্থানে গরুর গোশত পরিবেশন করা যাবে না। গোহত্যা বন্ধ করতে তিন বছর আগে এই আইন প্রণয়নের সুফল পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী।

আগের আইনে কোনও হিন্দু ধর্মস্থানের আশপাশে গরুর মাংস খাওয়া বা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ছিলো। এর বিরোধীতাকারীদের পাকিস্তানে চলে যাওয়ার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের তথ্যমন্ত্রী পীজুষ হাজারিকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ