ফ্রান্সের ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন তিনি। শিগগিরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে বার্নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৪ ডিসেম্বর) ফ্রান্সের পার্লামেন্টের ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন বার্নিয়েরের সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্রান্সে সরকারের পতন হয়েছে। ফরাসি সংসদ সদস্যরা তার বিরুদ্ধে আনা প্রস্তাবের সমর্থনে অপ্রতিরোধ্যভাবে ভোট দিয়েছেন।
এর ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কর্তৃক নিযুক্ত হওয়ার মাত্র তিন মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে।
বিবিসি বলছে, ১৯৬২ সালের পর এবারই প্রথমবারের মতো অনাস্থা ভোটে ইউরোপের এই দেশটিতে সরকারের পতন হলো। এই ঘটনা ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে, কারণ গত গ্রীষ্মে আগাম নির্বাচনের পর ফরাসি পার্লামেন্টে কার্যত কোনও গোষ্ঠীরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই।
সংবাদমাধ্যম বলছে, বুধবারের এই ভোটাভুটিতে সংসদ সদস্যদের হয় হ্যাঁ ভোট দিতে হতো বা বুধবারের ভোট থেকে বিরত থাকতে হতো। প্রস্তাবটি পাসের জন্য ২৮৮ ভোট প্রয়োজন ছিল। তবে মোট ৩৩১ জন এই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছেন।
অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর বার্নিয়ের সরকার পদত্যাগ করতে বাধ্য এবং যে বাজেট তার পতনের সূত্রপাত করেছিল তাও এখন নিষ্ক্রিয়। তবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ উত্তরসূরি বেছে নেওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারেন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বার্নিয়ে দেশটির একজন অভিজ্ঞ বর্ষীয়ান রাজনীতিক। তিনি ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান মধ্যস্থতাকারী ছিলেন।
এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভাষণ দেবেন বলে জানানো হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ