ইউক্রেন ইস্যু নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলাপ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন বুধবার অনুষ্ঠিত এ ফোনালাপে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ধনকুবের ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
এছাড়া মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।
এ বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে অ্যাক্সিওস। সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প মাস্ককে ফোন দেন এবং মাস্ক ও জেলেনস্কি সংক্ষিপ্তভাবে কথা বলেন। এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফোনালাপে মাস্কের কোম্পানি স্টারলিংকের মাধ্যমে ইউক্রেনকে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহের জন্য এ ধনকুবের ব্যবসায়ীকে ধন্যবাদ জানান জেলেনস্কি। জবাবে মাস্ক সেবা প্রদান অব্যাহত রাখার কথা জানান।
এছাড়া তিনি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে স্টারলিঙ্কের সেবা দেয়ায় মাস্ককে ধন্যবাদ জানান।
আলোচনায় ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে কিয়েভের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।
নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষে জোরালভাবে প্রচারণা চালিয়েছিলেন মাস্ক। মার্কিন সরকারসহ অন্যান্য বিভিন্ন সংস্থার অর্থায়নের মাধ্যমে প্রাথমিকভাবে ইউক্রেনকে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ প্রদান করেছিলেন তিনি। এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্প ও তার দলের সফল প্রচারণার জন্য প্রশংসা করেছেন। একটি টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা ঘনিষ্ঠ সংলাপ বজায় রাখতে এবং আমাদের সহযোগিতাকে এগিয়ে নিতে সম্মত হয়েছি।’
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ