ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিজয়ী ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমলা

প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২০

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

স্থানীয় সময় বুধবার ফোনে ট্রাম্পকে এ অভিনন্দন জানান তিনি।যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এ খবর জানিয়েছেন কমলার একজন জ্যেষ্ঠ সহযোগী।

ওই বিবৃতিতে বলা হয়, বিজয়ী প্রার্থীর সাথে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসে।

রিপাবলিকান প্রচারণা শিবির জানিয়েছে, বাইডেনের ফোনকল পেয়ে অত্যন্ত আনন্দিত ট্রাম্প। খুব শিগগিরই বৈঠকের বিষয়ে আগ্রহী তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান বিদায়ী প্রেসিডেন্ট। তবে ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এই রীতি পালন করেননি ট্রাম্প। ক্যাপিটল হিলে- নতুন প্রশাসনের অভিষেকের নেতৃত্বও দেন বিদায়ী প্রেসিডেন্ট। তবে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান বর্জন করেছিলেন ট্রাম্প।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৩টায় (মার্কিন সময় বুধবার বিকেল ৪টা) ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন কমলা। নির্বাচনে পরাজয়ের পর এই প্রথমবারের মতো তিনি জনসম্মুখে আসবেন।

সিএনএন জানায়, এই বক্তব্যে সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নিতে অনুরোধ করবেন তিনি। ক্ষমতা গ্রহণ করতে যাওয়া রিপাবলিকান পার্টির সঙ্গে মিলে সবাইকে একসঙ্গে কাজ করতেও তিনি অনুরোধ করবেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ