ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কাবুলে ফের ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২১, ১৯:০২

আফগানিস্তানের রাজধানী কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

আজ রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য একটি স্মারক অনুষ্ঠান হচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কেউ এ ঘটনার কেউ দায় স্বীকার করেনি। তবে দেশটিতে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আইএসআইএল’র হামলা বৃদ্ধি পেয়েছে। আইএসআইএল পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিজেদের শক্তি বজায় রেখেছে এবং তালেবানকে শত্রু মনে করে তারা। প্রাদেশিক রাজধানী জালালাবাদে বেশ কয়েকটি হামলারও দায় স্বীকার করেছে আইএসআইএল।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ