ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গর্ভপাত ইস্যুতে বিক্ষোভের ঝড়

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২১, ০৩:৪১
সংগৃহীত ছবি

গর্ভপাত নিয়ে মার্কিন সমাজ ও রাজনীতি সব সময় উত্তপ্ত। শেষ পর্যন্ত বিষয়টি দেশটির সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে।

এদিকে, গর্ভপাতের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মিছিল করেছে হাজার হাজার মানুষ।

স্থানীয় সময় শনিবার দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন করে যে আইন করা হয়েছে, মিছিল থেকে সেটির বিরোধিতা করে স্লোগান দেয়া হয়।

গর্ভপাতের সমর্থকরা আশা করেন, তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়া হবে। আগামী কয়েক মাসে দেশটির সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেওয়া ১৯৭৩ সালের একটি আইনের ওপর শুনানি হবে। ওই আইনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর ঠিক এর আগ মুহূর্তে দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের বৈধতার দাবিতে রাস্তায় নামলো।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সুপ্রিম কোর্ট ঘিরে আন্দোলন করতে দেখা যায় তাদের। তবে এ সময় গর্ভপাত সমর্থন করেন না এমন একটি অংশের দ্বারা বাধার সম্মুখিন হন তারা। সূত্র: বিবিসি

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ