শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

বাইডেনের বক্তব্যে বিশ্বজুড়ে তেলের দাম বাড়লো ৫ শতাংশ

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৪, ১৪:৩৪ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১৪:৪৯

ইরানের তেল শিল্পের ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের জেরে তেলের দাম বেড়েছে ৫ শতাংশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১০ শতাংশ বেড়ে ৭৭ ডলারে দাঁড়িয়েছে। ইরানের তেল স্থাপনায় ইসরায়েলের হামলাকে সমর্থন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা এ বিষয়ে আলোচনা করছি।’

মূলত, বাইডেনের এমন মন্তব্যের পরই বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য ৫ শতাংশ বেড়েছে। চলতি বছর চীনের কম চাহিদা এবং সৌদি আরব থেকে সরবরাহ মূল্য কমিয়ে রাখার জন্য তেলের মূল্য কিছুটা নিচের দিকে। তবে, মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি এখন তেলের বাজারকে অস্থিতিশীল করে দিচ্ছে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ