বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৪, ১১:৫১

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। চলছে স্থল অভিযানও। তবে থেমে নেই লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। প্রায় প্রতিদিনই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

এরই ধারাবাহিকতায় ইসরায়েলে বুধবার ২৪০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর আগের দিন মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। খবর আল জাজিরা।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের ওপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে সারফেস টু ইয়ার মিসাইল নিক্ষেপ করেছে। তাদের হামলার ফলে এটি পিছু হঠতে বাধ্য হয়েছে।

ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালানো কথা বললেও এটি বুধবার চালানো হয়েছে কি না তা হিজবুল্লাহ জানায়নি। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা ও চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরুর পর এটি প্রথম কোনো ইসরায়েলি হেলিকপ্টারে হিজবুল্লাহর হামলার ঘটনা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ