লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু ও সাত নারীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। স্থানীয় সময়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় এ হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ব্যস্ত সময়ে, লেবাননের রাজধানীর দাহিয়া এলাকার দু’টি ভবন ধসে পড়ায় ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছে।
নিহত তিন শিশুর বয়স চার, ছয় ও ১০ বছর। জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে ১৭ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। উদ্ধার অভিযান আরও একদিন বা তার বেশি সময় ধরে চলতে পারে। এই এলাকার অনেক দোকানপাট বন্ধ, খুব কম লোকের উপস্থিতি রয়েছে।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ