ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেন যুদ্ধে ৭০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৮

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭০ হাজার ১১২ জন যোদ্ধা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার সেনাসদস্য ছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিচ্ছে অনেক বেসামরিক নাগরিক।

নিহতদের তালিকায় স্বেচ্ছাসেবীর সংখ্যা ১৩ হাজার ৭৮১ জন। যুদ্ধ শুরুর পর প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ নাগরিকদের নাম, শেষকৃত্যের ছবি প্রকাশ হয় রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমে। সেসব বিশ্লেষণ করেই নিহতের সংখ্যা প্রকাশ করেছে বিবিসি।

সংবাদমাধ্যমটি এখন পর্যন্ত নিহত হওয়া ৭০ হাজার ১১২ জনের নাম শনাক্ত করেছে। তাদের দাবি, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

বিবিসি জানায়, অনেক পরিবার নিহত স্বজনদের বিস্তারিত তথ্য দেয়নি। তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া রাশিয়ার দখলকৃত দোনেৎস্ক ও লুহানস্কে নিহত হওয়াদের নামও তালিকাভূক্ত করা হয়নি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ