ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্যায় মিয়ানমারে প্রাণহানি ছাড়িয়েছে ১০০, নিখোঁজ অন্তত ৬৫

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮

বন্যায় এখনও বিপর্যস্ত মিয়ানমার। এখন পর্যন্ত প্রাণহানি ১০০ জনের বেশি ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৬৫ জন।

সুপার টাইফুন ইয়াগির প্রভাব যেন শেষই হচ্ছে না মিয়ানমারে। সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে তলিয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি আক্রান্ত দেশটির মধ্যাঞ্চলের কায়া, কায়িন, মানদালয় সহ আরও কয়েকটি প্রদেশ।

টানা বৃষ্টিতে ভূমিধসের কবলে অনেক পাহাড়ি এলাকা। যা বাড়িয়েছে প্রাণহানি। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, চলমান দুর্যোগে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ২০ হাজার মানুষ। বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে ১৮৭টি আশ্রয়কেন্দ্র।

নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে ভারি বৃষ্টিপাত ও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে প্রতিকূল পরিস্থিতি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ