ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

কারাগারে ভিড় কমাতে বন্দিদের মুক্তি দিচ্ছে যুক্তরাজ্য

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৫

ব্রিটেনের বিভিন্ন কারাগার থেকে মঙ্গলবার হাজার হাজার বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। কারাগারে অতিরিক্ত ভিড় কমানোতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করেছে। (খবর এএফপি’র)

সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ড এবং ওয়েলসে কারাগারে বন্দীদের সংখ্যা এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

কিন্তু মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় অপরাধ করার বিষয়ে উদ্বেগ থাকায় সরকার জোর দিয়ে বলেছে, এক্ষেত্রে কোন সহিংস অপরাধী বা পারিবারিক নির্যাতনকারীরা আগাম মুক্তি পাওয়ার যোগ্য হবে না।

বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস স্কাই নিউজকে বলেছেন, ১,৭০০ বন্দিকে মুক্তি দেওয়া ‘একটি কঠিন সিদ্ধান্ত’ ছিল।

প্রবেশনের প্রধান পরিদর্শক মার্টিন জোনস বিবিসি রেডিও’কে বলেন, বন্দী থাকার ক্ষেত্রে কারাগারে ‘চরম’ চাপ রয়েছে।

দেশটির বিভিন্ন কারাগারে বন্দী ধারণ ক্ষমতা একেবারে ১০০ ভাগের কাছাকাছি পৌঁছে গেছে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ