ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত আছে। ঘটনার এক মাস পর হলেও বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা এখনও কর্মবিরতি পালন করছেন। এ প্রেক্ষাপটে সোমবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে। এদিকে আন্দোলনে থাকা চিকিৎসকদের পূজা উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে, চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে-ও সতর্ক করেছেন আদালত।

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশ ও প্রশাসন যেন সব সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে। পুরুষ ও নারী চিকিৎসকদের যেন পৃথক বিশ্রাম কক্ষ ও টয়লেটের ব্যবস্থা থাকে। তারা কোনো হুমকির মুখে পড়লে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ