ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্ষুধার জ্বালায় সাহায্য চাইছে ২২ লাখ ফিলিস্তিনি

প্রকাশনার সময়: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪০

ক্ষুধার জ্বালায় সাহায্য চাইছে ২২ লাখ ফিলিস্তিনি বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউএফপি)। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দেইয়া ঘোষণা অনুযায়ী, দ্রুতই উত্তর গাজার আরেকটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য বিতরণে ব্যাঘাত ঘটছে। সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর ঘোষণায় দ্রুত উত্তর গাজার বাইত লাহিয়ার পার্শ্ববর্তী একটি এলাকা খালি করতে হবে সেখানকার বাসিন্দাদের। এ অবস্থায় চাহিদা খাদ্যের চাহিদা বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এই এলাকাটিকে অনেকবার সতর্ক করা হয়েছে। তবুও তারা সেখান থেকে দক্ষিণ ইসরায়েলের আশকেলান শহরে রকেট নিক্ষেপ করেছিল। স্থানীয় সময় রবিবার রাতে, নিক্ষেপ করা রকেটের একটি রকেট আটকানো হয়েছিলো। আর অন্যটি সমুদ্রে গিয়ে পড়ে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ