থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে। বিমানটির দুর্ঘটনাস্থল ম্যানগ্রোভ গাছের ঘন বনে আচ্ছাদিত। কাদা মাটি পেরিয়ে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে সক্ষম হন।
শুক্রবার (২৩ আগস্ট) শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।
ধারণা করা হচ্ছে, আরোহী সবাই নিহত হয়েছেন। বিমানটিতে দুই থাই পাইলট, পাঁচজন চীনা এবং দুই থাই যাত্রীসহ মোট ৯ জন ছিলেন। দুর্ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
চাচোয়েংসাও প্রাদেশিক কার্যালয় জানিয়েছে, ছোট বিমানটি দুপুর ২টা ৪৬ মিনিটে ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। দেশের পূর্বে ট্রাট বিমানবন্দরের দিকে সেটি যাচ্ছিল। ১০ মিনিটের মতো উড়ার পর রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে উদ্ধারকর্মীরা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান।
চাচোয়েংসাওর ব্যাং পাকং জেলার বাসিন্দারা বিমানটিকে আকাশ থেকে পড়তে দেখেন এবং জোরে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।
থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টার্বোপ্রোপ সেসনা কারাভান সি২০৮বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ