ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন মোদি

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২৪, ১১:৪৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:২২

বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় এ কথা বলেন মোদি।

মোদি বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়।

বৃহস্পতিবার দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে মোদি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয় চিন্তিত। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্খী। আমরা আশা করছি, বাংলাদেশে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায়, হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

শিক্ষার্থী-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে যান। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের পর ইতোমধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস সেই সরকারের প্রধান উপদেষ্টা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ