ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

ফের জম্মু ও কাশ্মীরে বন্দুক লড়াইয়ে দুই ভারতীয় সেনা নিহত

প্রকাশনার সময়: ১১ আগস্ট ২০২৪, ১৫:৪৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১৭:০০

ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র বন্দুক লড়াইয়ে দুই সেনা নিহত হয়েছেন।

শনিবার বিকাল থেকে অনন্তানাগের আহলান গাদোলে শুরু হওয়া এ বন্দুক লড়াইয়ে আরও এক সেনা ও দুই বেসামরিক আহত হয়েছেন।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অনন্তনাগের কোকেরনাগ এলাকায় একটি অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই সেনা সদস্যদের প্রাণহানি ঘটে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও স্পেশাল ফোর্সের (সিআরপিএফ) সঙ্গে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা সদস্য আহত হলে তাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা আহলান গাদোলের বনে অবস্থান নিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় দেশটির সেনাবাহিনীর দুই সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছিলেন। জম্মু-কাশ্মীরের কুলগাম ও রাজৌরি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় ওই প্রাণহানির ঘটনা ঘটে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ